মহাবিশ্ব এবং সৌরজগৎ

  1. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৫ কোটি কি. মি.।
  2. পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ।
  3. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩৮ লাখ কোটি কি. মি.।
  4. নক্ষত্রের নিজস্ব আলাে ও উত্তপ আছে।
  5. গ্রহের নিজস্ব আলাে ও তাপ নেই।
  6. সূর্য থেকে পৃথিবীতে আলাে আসতে সময় লাগে ৮মি. ১৯ সেকেন্ড/৮.৩২ মি.।
  7. চাঁদ থেকে পৃথিবীতে আলাে আসতে সময় লাগে ১ মি. ২০/৩০ সে.।
  8. সূর্যের ব্যাস ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.।
  9. সূর্যের ভর ১.৯৯*১০১৩ কিলােগ্রাম।
  10. সূর্যের কেন্দ্রভাগ ও পৃষ্ঠভাগের উত্তাপ যথাক্রমে ১৫০,০০০,০০০ ও ৬০০০ সেলসিয়াস।
  11. বুধ গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত।
  12. সূর্য থেকে বুধের দূরত্ব ৫.৮ কোটি কি.মি.।
  13. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে ৮৮ দিন।
  14. নিজ অক্ষে আবর্তন করতে বুধের সময় লাগে ৫৮ দিন, ১৭ ঘণ্টা।
  15. বুধ গ্রহে বায়ুমণ্ডল নেই।
  16. পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র।
  17. শুক্র গ্রহের অপর নাম শুকতারা বা সন্ধ্যাতারা।
  18. সূর্য থেকে শুক্রের দূরত্ব ১০.৮ কোটি কি.মি.।
  19. বুধ ও শুক্র গ্রহের উপগ্রহ নেই।
  20. সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই।
  21. পৃথিবীর নিকটতম নক্ষত্রের সূর্য।
  22. সৌরজগতের শনি গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক, 22টি।
  23. সবচেয়ে বেশি ঘনত্তের গ্রহ পৃথিবী।
  24. শনি গ্রহের ঘনত্ত সবচেয়ে কম।
  25. সবচেয়ে শীতল গ্রহ প্লটো।
  26. শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম টাইটান।
  27. সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ বৃহস্পতি গ্রহের।
  28. সূর্যের শক্তির উৎস নিউক্লিয়ার ফিউশন।